ফের তিনদিনের রিমান্ডে অমিত সাহা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 02:13:23

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারের বাইরে থাকা আসামি অমিত সাহার ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাকে পাঁচদিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের সাতদিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

অপর আসামি হোসেন মোহাম্মদ তোহাকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ অমিতের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন এবং তোহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে রিমান্ড শুনানির আগে সাংবাদিকদের অমিত সাহা বলেন, “ঘটনার দিন আমি সেখানে উপস্থিত ছিলাম না। রাত দেড়টার দিকে আমি খবর পাই। মিথ্যাভাবে ফেঁসে গেলাম। আমি ঘটনার সাথে জড়িত না। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

আবরারকে পিটিয়ে মারা বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অমিত বলেন, “আমিও তো একজন মানুষ”। এরপর তিনি আদালতের ডকে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন।

অমিত সাহা বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। আবরার হত্যা মামলায় গত ১০ অক্টোবর সকালে সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার সহপাঠিরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর