হাইকোর্ট বিভাগে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 01:45:58

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রোববার (২০ অক্টোবর) আইন মন্ত্রনালয় ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

আইন মন্ত্রনালয়ের সচিব মো. গোলাম সারওয়ার বার্তাটোয়েন্টিফোর.কমকে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এই ৯ জনের শপথের দিন নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি ।  

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন, মুহম্মদ মাহবুব উল ইসলাম, শাহেদ নুর উদ্দিন, ড. মো. জাকির হোসেন,  ড.মো. আখতারুজ্জামান, মো.মাহমুদ হাসান তালুকদার মিন্টু,  কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, এ কে এম জহিরুল হক এবং  কাজী জিনাত হক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ৯ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ২ জন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অতিরিক্ত বিচারপতি হিসেবে নবনিযুক্ত  ৯ জনকে কে শপথ পড়াবেন।

এ সম্পর্কিত আরও খবর