ঋণ খেলাপিদের সুবিধা নিয়ে হাইকোর্টের আদেশের মেয়াদ বেড়েছে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 06:56:13

ঋণ খেলাপিদের শতকরা দুই শতাংশ ডাউন পেমেন্টের সুবিধার স্থিতাবস্থার হাইকোর্টের আদেশের মেয়াদ আরো এক মাস বা এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রুলের ওপর চূড়ান্ত শুনানিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ ও মো. মুনীরুজ্জামান।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে একটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে ২৯ আগস্ট যারা শতকরা দুই শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা নেবেন তারা ২০ অক্টোবর পর্যন্ত আর কোনো ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা নিতে পারবেন না মর্মে আদেশ দেন হাইকোর্ট। এ স্থিতাবস্থার মেয়াদ আবার বাড়ানো হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের শুনানি শেষে গত ২১ মে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে এ স্থিতিবস্থার আদেশ বাড়ানো হয়।
গত ৮ জুলাই আপিল বিভাগ এক আদেশে শর্ত সাপেক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই হাইকোর্ট ১৬ মে জারি করা প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেন।

এ সম্পর্কিত আরও খবর