শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 23:32:25

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন-মুহম্মদ মাহবুব উল ইসলাম, শাহেদ নুর উদ্দিন, ড. মো. জাকির হোসেন, ড. মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক।

এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

রোববার (২০ অক্টোবর) সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী দুই বছরের জন্য এ নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পরে আইন মন্ত্রণালয় নয় অতিরিক্ত বিচারপতির নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

এ সম্পর্কিত আরও খবর