ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাইকোর্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:40:49

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বিচার বিভাগীয় নির্দেশনা চাইলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী রনিউল ইসলাম গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। ভোলার ঘটনায় তিনি বিচার বিভাগীয় নির্দেশনার আর্জি জানান।

তখন বেঞ্চের এক বিচারপতি বলেন, 'ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এত বড় ঘটনা গেল। এটা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। আমরা এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।'

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ প্রশাসনের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

পরে আইনজীবী রনিউল ইসলাম বলেন, 'ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনে বিচার বিভাগীয় নির্দেশনা চেয়েছি। আদালত কোনো আদেশ দেননি।'

তিন বলেন, 'পুলিশ দাবি করেছে, তারা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি চালিয়েছে। কিন্তু ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ছিলেন না। আমরা দেখেছি, জনতার হাতে লাঠিসোঁটা ছিল না। তাহলে দুইজনের মরদেহে ভোঁতা অস্ত্রের আঘাত দেওয়া হলো কিভাবে? এসব কারণে বিষয়টি নিয়ে আদালতে গিয়েছি।'

এ সম্পর্কিত আরও খবর