সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন গোলাম রব্বানী

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 10:50:07

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল পদে নিযুক্ত হয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

মঙ্গলবার (২২ অক্টোবর) বার্তাটোয়েন্টিফোর.কম-কে দায়িত্ব পালনের বিষয়টি জানিয়েছেন তিনি।

এছাড়া সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল (ইনচার্জ) হিসেবে মো. গোলাম রব্বানীর নাম রয়েছে।

গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনসহ নয় জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

পরদিন (সোমবার) নয় বিচারপতি শপথ গ্রহণ করেন। ওইদিন থেকে রেজিস্ট্রার জেনারেল পদ শূন্য হলে মো. গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়।

মো. গোলাম রব্বানী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে ২০১৭ সালের ৩১ অক্টোবর নিয়োগ পান।

তার পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জে হলেও জন্ম ঢাকার ধানমন্ডিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক) ও এলএলএম সম্পন্ন করেন।

এ সম্পর্কিত আরও খবর