হত্যা মামলায় ক্যাসিনো খালেদ রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 22:12:59

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়াকে একটি হত্যা মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মিনা মাহমুদা আসামি খালেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

বুধবার (২৩ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের সময় খিলগাঁও থানাধীন আনোয়ার হোসেনের বাড়ির গেটের সামনে জনৈক ইসরাইল হোসেন ও শরীফ হোসাইন সায়মনকে গুলি করে ৩৮ লক্ষ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলেই শরীফ হোসেন মৃত্যুবরণ করে এবং ইসরাইল হোসেন গুরুতর আহত হয়। পরবর্তীতে ইসরাইল চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন।

হত্যার ঘটনার সঙ্গে খালেদ জড়িত মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন:

ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

সন্ধান মিলেছে খালেদের টর্চার সেলের, আছে নির্যাতনের চিহ্ন

অস্ত্র মামলায় চারদিনের রিমান্ডে খালেদ

খালেদের টর্চার সেলে যা পাওয়া গেছে

এ সম্পর্কিত আরও খবর