ভ্রাম্যমাণ আদালতের সাজার কপি দিতে হবে ৫ কার্যদিবসে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 16:53:25

ভ্রাম্যমাণ আদালতে সাজার ৫ কার্যদিবসের মধ্যে রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) দণ্ডিতকে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্রসচিবকে এ আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দণ্ডিত এক ব্যক্তির করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১৮ সেপ্টেম্বর র্যাব সদর দফতরের ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ৬ মাসের সাজা দেন মো. মহিউদ্দিনকে।

ওই সাজার বিরুদ্ধে আপিল করার জন্য গত ২৫ সেপ্টেম্বর নথি ও সার্টিফায়েড কপি চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু গত এক মাসেও তিনি সার্টিফায়েড কপি পাননি। এর প্রেক্ষিতে হাইকোর্টে আবেদন করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর