খালেদার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার শুনানি ২ ডিসেম্বর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:20:30

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জ শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেছিলেন।

২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন।

অভিযোগ হতে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেল ৫টায় খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে দুর্গাপূজার শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাস করে’।

মামলায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বক্তৃতাকালে বলেন, ‘আওয়ামী লীগের বিশ্বাস ধর্মহীনতায়, ধর্ম নিরপেক্ষতায় নয়। আওয়ামী লীগ সব ধর্মের মানুষের উপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে।

বাদি আওয়ামী লীগের অনুসারী হওয়ায় খালেদা জিয়ার এ কথায় তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মর্মে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর