রিভিউ নিষ্পত্তির আগে রায় কার্যকর করা যাবে না: খন্দকার মাহবুব

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:28:04

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখার পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে। এ রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা যাবে না।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, এটিএম আজহারের বিরুদ্ধে সরাসরি অপরাধে সম্পৃক্ত থাকার কোনো অভিযোগ ছিল না। তিনি কখনো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি তখন ১৮ বছরের যুবক এবং কলেজের ছাত্র ছিলেন। সব অপরাধ পাকিস্তানি আর্মিরা করেছে।

অন্যদিকে আসামিপক্ষের অপর আইনজীবী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আজহার ন্যায়বিচার পাননি। রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাজা বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

আজহারের মৃত্যুদণ্ড বহাল

বিচারের শেষ ধাপ রিভিউ

যে চার অভিযোগে সাজা

 

এ সম্পর্কিত আরও খবর