ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ৯৯ শিশুকে দ্রুত মুক্তির নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 14:22:00

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ৯৯ শিশুকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দণ্ডিত শিশুরা কিশোর উন্নয়ন কেন্দ্রে আছে।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত শিশুদের ছয় মাসের জামিন দিয়ে আদালত বলেছেন, এসব শিশুর জামিননামা শিশু আদালতে দাখিল করতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একটি দৈনিকে 'আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন শিশু অধিকার নিয়ে কাজ করা চিল্ড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল হালিম আদালতের নজরে আনেন। শুনানি শেষে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে আগামী সাত কার্যদিবসে দণ্ডপ্রদানকারী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব সদর দফতরকে দণ্ডিত শিশুদের তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিধি বহির্ভূত শিশুদের দণ্ড দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর