ডিএসসিসি কাউন্সিলর মঞ্জু রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-19 16:13:41

অস্ত্র ও মাদক আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মাদক মামলায় তার ড্রাইভার সাজ্জাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই হারুন অর রশিদ দুই মামলায় মঞ্জুর সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। তার ড্রাইভার সাজ্জাদ হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল দুই মামলায় মঞ্জুর ১০ দিন ও তার ড্রাইভারের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দুটি দায়ের করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসি ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করে র‌্যাব। রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া এক চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিজ কার্যালয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

অভিযানে তার কার্যালয় থেকে বিদেশি মদের বোতল, ইয়াবা, গাঁজাসহ দুইটি পিস্তল, একটি ম্যাগাজিন ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর