ছয় লাখ পিস ইয়াবার মামলায় চার আসামির কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-16 14:27:20

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছয় লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় চার আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ দণ্ড প্রদান করেন।

প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে কারাদণ্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যান রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন, মুক্তার হোসেন (৩৯), মিজানুর রহমান বাবু (২৫), সোহেল আহমেদ (৩৫) ও জনি (২৯)। আসামিরা সবাই কারাগারে আটক আছেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহ উদ্দিন হাওলাদার বলেন, '১৯৯০ সালের আইনে ইয়াবার সর্বোচ্চ সাজা ১৫ বছর কারাদণ্ড ছিল কিন্তু বর্তমান আইন এ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।'

আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রাশেদ বলেন, 'কোনো আসামির কাছ থেকে এক পিস ইয়াবাও উদ্ধার হয়নি। তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব।'

২০১৬ সালের ১৭ অক্টোবর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এস শাহ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন স্টেশনের সামনে রাস্তার উপর চট্টগ্রাম থেকে আসা কাভার্ড ভ্যান থেকে প্লাস্টিকের বস্তায় ২০টি বান্ডেলে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর শীল এ মামলা দায়ের করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর