শিশু আয়েশা হত্যায় চার্জশিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 15:13:16

রাজধানীর গেন্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশা মনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদ হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক সাদেকুর রহমান আদালতে এ চার্জশিট দাখিল করেন।

আগামী ৮ ডিসেম্বর মামলার ধার্য তারিখে চার্জশিটটি আদালতে উত্থাপন করা হবে মর্মে আদালত সূত্র জানিয়েছে। 

রাজধানীর গেন্ডারিয়ায় এলাকায় দীননাথ সেন রোডের একটি বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত শিশু আয়েশা। গত ৫ জানুয়ারি সে খেলতে বের হয়। সন্ধ্যার দিকে টিনশেড বস্তির পাশের চার তলা বাড়ির সামনে থেকে আয়েশাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ৬ জানুয়ারি তার বাবা ইদ্রিস বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে নাহিদ নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। প্রথমে নাহিদ জবানবন্দি দিতে সম্মত হলেও পরে আদালতে জবানবন্দি দিতে অস্বীকার করেন।

এ সম্পর্কিত আরও খবর