ক্ষমা চাইতে রাঙ্গাকে আইনি নোটিশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 08:05:10

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে 'ইয়াবাখোর' ও 'মাদকাসক্ত' বলায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জেড আই খান পান্না আইনি নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ৯০-এর গণআন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে কটাক্ষ ও বিকৃত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি মিথ্যাচারের আশ্রয় নিয়ে শহীদ নূর হোসেনকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা জাতির জন্য অবমাননাকর। এমন অবমাননাকর বক্তব্যের জন্য তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত রোববার (১০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন। নূর হোসেনকে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেনসিডিলখোর।’

এর জবাবে সোমবার শহীদ নূর হোসেনের মা মরিয়ম বিবি বলেছেন, ‘আমার ছেলে একটা সিগারেট পর্যন্ত ধরাতো না। আজ তারা ওকে মাদকাসক্ত বলছে। সেই দিন গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আমার নূর কী ভুল করেছিল?’

তিনি আরও বলেন, ‘সে (নূর) যদি নেশাখোর হতো, তাহলে দেশের জন্য জীবন দিত না। কারণ, কোনো নেশাখোর দেশের জন্য জীবন দেয় না। যে লোক আমার ছেলেকে এই কথা বলেছে, তার বিচারের ভার জনগণের কাছে ছেড়ে দিলাম।’

এ সম্পর্কিত আরও খবর