ঢাকার বায়ুদূষণ কমাতে নীতিমালার জন্য কমিটি গঠনের নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 09:15:58

ঢাকার বায়ুদূষণের কমাতে নীতিমালা তৈরি করতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত।

এছাড়া বায়ুদূষণ রোধে পানি ছিটানো ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি এফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আগামী ৫ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর