‘বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে চাই না’

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 02:40:22

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে আইনগতভাবে বিচার কাজ করুক। যদি প্রশাসনিকভাবে কিছু হয়, ইনশাআল্লাহ আমরা বিচার দেখে অবিচারের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘গণতন্ত্র ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ’-এ তিনি এ কথা বলেন।

আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন খারিজের পর গত ১৪ নভেম্বর আপিল করেন খালেদা জিয়া। আপিলে জামিন চেয়েছেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, যতদিন পর্যন্ত না দেশে গণতন্ত্র কায়েম হবে। খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি না হবে, ততদিন আমরা রাজপথে থাকব। আমরা বর্তমান সরকারের শেষ ঘণ্টা বাজিয়ে দেব।

সমাবেশে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তৈমূর আলম খন্দকার, আবেদ রাজা, মনির হোসেন, ড. ফারহাত হোসেন, জামিল আক্তার এলাহী, খোরশেদ মিয়া আলম, উম্মে কুলসুম রেখা, শরীফ ইউ আহমেদ, আবদুল্লাহ আল মাহবুব, মির্জা আল মাহমুদ, আখতারুজ্জামান, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, সালমা সুলতানা সোমা, মাসুদ রানা প্রমুখ।

মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটক দিয়ে আন্দোলনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগ দিতে চাইলে পুলিশ আটকে দেয়। এ সময় আইনজীবীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। বার ভবনেও বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

এ সম্পর্কিত আরও খবর