বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ সময়ের পর তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তারা জামিন চাইলে তা বিবেচনা করতেও বলা হয়েছে আদেশে।
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ।
গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্ট কোর্টের সামনে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাড়ি ভাংচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় এ তিন নেতা জামিন পেলেন। এর আগে গত ২৯ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট।