‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার রুলের শুনানি বুধবার

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-23 06:28:36

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি হবে আগামী বুধবার (৪ ডিসেম্বর)।

সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী রুল শুনানির আর্জি জানালে আদালত এ দিন ধার্য করেন।

এর আগে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। ওই রিটের শুনানি শেষে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। সংশ্লিষ্টরা রুলের জবাব দিয়েছেন বলে জানান আইনজীবী বশির আহমেদ।

বশির আহমেদ বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের জাতীয় প্রেরণার প্রতীক।’

এ সম্পর্কিত আরও খবর