স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় তার 'কথিত' প্রেমিক আবদুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এম মামুনুর রশিদ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ রিমান্ড আবেদন করেন।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রায় ১২ ঘণ্টা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সৈকতকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ।
উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর রমনার সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাড়ির সামনে থেকে রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রুম্পার বাবা পুলিশ পরিদর্শক রোকন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: রুম্পার 'কথিত' প্রেমিক ডিবি কার্যালয়ে
রুম্পা হত্যার রহস্য জানা যাবে আগামী সপ্তাহে