হট্টগোলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 16:38:11

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানিতে আপিল বিভাগে হট্টগোলকারী আইনজীবীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের প্রতি এ নোটিশ দিয়েছেন আইনজীবী রাশেদা চৌধুরী নিলু। রোববার (৮ ডিসেম্বর) তিনি এ নোটিশ পাঠান।

গত ৫ ডিসেম্বর আপিল বিভাগে খালেদার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে হট্টগোল করলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ছয় বিচারপতির বেঞ্চে এ হট্টগোল হয়।

পরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীরা ঘটনাটিকে নজীরবিহীন বলে আখ্যায়িত করেন।

এ সম্পর্কিত আরও খবর