সিসি ক্যামেরা বসছে প্রধান বিচারপতির এজলাসে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 11:21:29

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আসছে। সুপ্রিম কোর্ট প্রশাসন সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে। প্রধান বিচারপতির নেতৃত্বে নিয়মিত বেঞ্চের বিচার কাজ চলে এক নম্বর এজলাস কক্ষে।

গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল করেন। নজীরবিহীন হট্টগোলের জন্য আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিএনপিপন্থী আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ 'উই ওয়ান্ট বেইল ফর খালেদা' বলে স্লোগান দেন। এরপর থেকে সিসি ক্যামেরার প্রয়োজন অনুভূত হচ্ছিল।

আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফের খালেদা জিয়ার জামিনের শুনানির দিন ধার্য রয়েছে। তার আগেই এ ক্যামেরা বসানো হবে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সিসি ক্যামেরার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ সম্পর্কিত আরও খবর