নিপুণ রায়সহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 19:05:09

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে পৃথক দুই মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১১ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন।

আদালতে সফিউল বারী বাবু ও আব্দুল কাদের জুয়েলের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ।

নিপুণ রায় চৌধুরী ও খন্দকার আশফাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী এবং ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। শাহবাগ থানার এসআই মো. দিদার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এটি গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে শুরু করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। ওইদিন মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, নিপুণ রায় চৌধুরী অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর