বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস-এর চার্জ

, আইন-আদালত

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:01:08

এখন থেকে বিকাশে পরিশোধ করা যাবে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ-এর ফ্রেইট চার্জ। ডিএইচএল এক্সপ্রেস গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কিংবা *২৪৭# ডায়াল করে সারাদেশের যে কোন ডিএইচএল সার্ভিস পয়েন্টে চার্জ পরিশোধ করতে পারবেন।

এছাড়া ক্যাশ অন ডেলিভারির চার্জও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিক গ্রুপের সংস্থা ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ডিএইচএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিয়ারুল হক মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাশ অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর