ওষুধ ব্যবসায়ী হত্যায় ১০ জনের ফাঁসির আদেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-09-01 15:47:37

ময়মনসিংহের নান্দাইলে ওষুধ দোকানি মাজহারুল ইসলাম পল্টন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আসামিরা হলেন- এখলাছ উদ্দিন, আবুল কাশেম ফকির ওরফে বাচ্চু, কবির মিয়া, আবুল কাশেম ওরফে আবু, আবুল কালাম আজাদ, চন্দন, শুক্কুর আলী, বাদল মিয়া, ফারুক মিয়া ও রুমা আক্তার। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি ফারুক মিয়া পলাতক আছেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে ১ মার্চ সকালের মধ্যে ময়মনসিংহের নান্দাইল থানার শিয়ালধরা বাজারে ওষুধের দোকান থেকে পল্টনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পল্টনের ছোট বোন বিউটি আক্তার বাদী হয়ে ১ মার্চ নান্দাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মাথা ও কপালে মারাত্মক জখম করে তাকে হত্যা করা হয়।

২০০৮ সালের ৩১ জানুয়ারি মামলাটির তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার ওসি জসিম উদ্দিন ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের পর এক আসামি মারা যাওয়ায় তাকে চার্জ গঠনের সময় অব্যাহতি দেওয়া হয়।

রায়ের আগে চার্জশিটভুক্ত ৩০ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরও খবর