জিএম কাদেরের পদ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:17:31

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পদে থাকা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তার পদে থাকা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে জিএম কাদেরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

মোহাম্মদ জহির উদ্দিন নামের জাতীয় পার্টির এক নেতা রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

আইনজীবী আবদুল মতিন খসরু রুলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হবেন নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত না হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জিএম কাদের। তার পদে থাকা অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত।

এ সম্পর্কিত আরও খবর