মিথ্যা মামলার অভিযোগে বাদীর ১০ দিনের কারাদণ্ড

, আইন-আদালত

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 22:52:28

ফেনীর আদালতে মিথ্যা মামলার অভিযোগে বাদী আবদুল খালেককে (৬০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল খালেক এবং তার কন্যা মর্জিনা আক্তার তথ্য গোপন করে একই ঘটনা দেখিয়ে ১১ জনকে আসামি করে দুটি পৃথক মামলা করে। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উভয়পক্ষের আইনজীবীর শুনানি হয়। পরে মামলা পর্যালোচনা করে দেখা যায় বাদী পক্ষ তথ্য গোপন করেছে। এবং মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও তাদের হয়রানী করার জন্য করা হয়েছে। আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ২৫০ ধারায় বাদী আব্দুল খালেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এঘটনায় মামলার বাদী আব্দুল খালককে পুলিশ হেফাজতে দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। এবং মামলা আসামিদের খালাস প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর