বরগুনার ৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 09:44:44

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বরগুনার আব্দুল মান্নান হাওলাদারসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি মো. আমির হোসেনের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তবে গ্রেফতারের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করা হয়নি। আগামী ২৭ ফেব্রুয়ারি এ মামলার অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সিমন, মো. মোখলেসুর রহমান, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, আসামিদের বিরুদ্ধে বরগুনার আমতলী এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক ও ধর্ষণের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্তের স্বার্থে তাদের গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর