ডেসটিনির মানিলন্ডারিং মামলায় ১০১ জনের সাক্ষ্যগ্রহণ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:13:32

ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

সাক্ষীরা হলেন, জনতা ব্যাংক লোকাল অফিস ঢাকার উপ-মহাব্যবস্থাপক আজমুল হক, একই ব্যাংকের নারায়নগঞ্জ এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিয়ার রহমান, উপ-মহাপরিচালক আশীষ কুমার সরকার ও উপ-মহাপরিচালক (অব.) উম্মে সালমা বেগম।

বুধবার (১ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে তারা সাক্ষ্য দেন। বিচারক সাক্ষ্যগ্রহণ করে ৬ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে ১০১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

সাক্ষীর জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী তাদের জেরা করেন।

ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ ৪৬ জন আসামির মধ্যে ৭ জন মামলা লড়ছেন। বাকি আসামিরা পলাতক আছেন।

কারাগারে আটক থাকা আসামিরা হলেন, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেঃ কর্নেল (অব.) মোঃ দিদারুল আলম ও মোঃ জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল)।

আসামিদের মধ্যে লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও মিসেস জেসমিন আক্তার জামিনে আছেন।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর