বৃহস্পতিবার খুলছে সুপ্রিম কোর্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:18:34

অবকাশ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম। এরইমধ্যে হাইকোর্ট বিভাগের পাঁচটি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পুনর্গঠিত বেঞ্চের তিনটি দ্বৈত এবং দুটি একক বেঞ্চ।

আগামী ১৪ জানুয়ারি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের রায় দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন।

গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১৪ দিনের অবকাশকালীন ছুটি। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিম কোর্টের ছুটি মিলিয়ে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত এ অবকাশ চলে।

অবকাশচলাকালিন সময়ে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্ট বিভাগে ৮টি বেঞ্চ ছিল। গত ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর চেম্বার জজ আদালত বসেছিল।

এ সম্পর্কিত আরও খবর