সুপ্রিম কোর্টে ফজিলাতুন্নেছা বাপ্পীর ২য় জানাজা অনুষ্ঠিত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 06:43:13

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পীর দ্বিতীয় নামাজে জানাজা সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্ট গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিলো।

মরহুমাকে বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা বিভাগের ডেপুটি রেজিস্টার-১ ড. আবুল কালাম আজাদ।

জানাজার নামাজের আগে মরহুমার বড় ভাই বলেন, মরহুমা প্রতিবাদী ছিলেন। অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। অনেকবার পুলিশের লাঠিপেটার শিকার হয়েছিলেন।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জানাজা শেষে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ আইন সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল' ইয়ার্স অ্যাসোসিয়েশন, সি ইউ এক্স স্টুডেন্ট ক্লাব।

এ সম্পর্কিত আরও খবর