‘শেখ হাসিনা তিতাস সেতু’ সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কুমিল্লার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে সেতুটি। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সেতুটির উদ্বোধন করা হয়।
একইসঙ্গে এই সেতু রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেতু বিভাগের সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একটি ইংরেজি দৈনিকে গত ২৫ ডিসেম্বর ‘ইল্যিগাল স্যান্ড ট্রেড পোসেস থ্রেট অব তিতাস ব্রিজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। পরে আদালত অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করেন।