যৌন হয়রানির শিকার জ্যেষ্ঠ সহকারী সচিবকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-19 00:33:47

যৌন হয়রানির তদন্তের নির্দেশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই জ্যেষ্ঠ সহকারী সচিবকে চাকরি থেকে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, এ বিষয়ে হাইকোর্টে শুনানির জন্য এটি কার্যতালিকায় থাকবে।

গত রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের একই বেঞ্চ ওই জ্যেষ্ঠ সহকারী সচিবের যৌন হয়রানির ঘটনা তদন্তে ব্যর্থতার কারণ চার সপ্তাহের মধ্যে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।

ভিকটিম ২০১২ সালে জাপানের টোকিওতে এবং ২০১৩ সালে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মরত থাকাকালীন যৌন হয়রানির শিকার হন।

এ ঘটনা অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

হাইকোর্ট আদেশ দেওয়ার দুই ঘণ্টা পরেই ওই জ্যেষ্ঠ সহকারী সচিবকে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অপসারণ করে আদেশ জারি করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অপসারণের এই আদেশ সোমবার চ্যালেঞ্জ করেন তিনি। ২৭ তম বিসিএসে উত্তীর্ণ ওই জ্যেষ্ঠ সহকারী সচিব ময়মনসিংহের বাসিন্দা।

এ সম্পর্কিত আরও খবর