দুর্নীতি মামলায় বিমানের ১০ কর্মকর্তার জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 07:43:01

১১৮ কোটি টাকা দুর্নীতি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০ কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

জামিনপ্রাপ্তরা হলেন, বিমানের সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক কার্গো শাখা) লুতফে জামাল, মোশাররফ হোসেন তালুকদার, রাজিব হাসান, নাসির উদ্দিন তালুকদার, কে এন আলম, সৈয়দ আহমদ পাটোয়ারি, মনির আহমেদ মজুমদার, মো. শাহজাহান, সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক, (বাণিজ্যিক কার্গো শাখা), সাবেক ব্যবস্থাপক এ কে এম মঞ্জুরুল হক।

সোমবার (১৩ জানুয়ারি) তারা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর