ময়মনসিংহ, হবিগঞ্জসহ ১৪ জেলার শিক্ষক নিয়োগ স্থগিত

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:27:55

ময়মনসিংহ, হবিগঞ্জ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জসহ ১৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ঘোষিত চূড়ান্ত ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।।

অন্য জেলাগুলো হলো- পটুয়াখালী, মাদারীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, বরগুনা ও ঠাকুরগাঁও।

রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আরও পড়ুন: প্রাথমিকে ১৮ হাজার শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়

রিটকারী আইনজীবী মো. আসাদ উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ ধারায় বলা আছে সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ নারী প্রার্থীদের দ্বারা, ২০ শতাংশ পোষ্য কোটা এবং অবশিষ্ট ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের মাধ্যমে পূরণ করা হইবে। কিন্তু ২৪ ডিসেম্বর চূড়ান্ত ফলাফলে তা মানা হয়নি। তাই এর প্রতিকার চেয়ে ও ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়েছে। আজ আদালত প্রাথমিক শুনানি শেষে ১৪ জেলার ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি নীলফামারী, বরগুনা, নওগাঁ ও ভোলা জেলার ফলাফল স্থগিত করে হাইকোর্ট।

এ সম্পর্কিত আরও খবর