পুলিশ সদস্যকে মারধর: নবনির্বাচিত কাউন্সিলর কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 10:04:07

পুলিশ মারধরের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, মারুফুর রহমান ইমন, ওয়ালিদ হোসেন আহাদ, জুনায়েদ হোসেন ফারহান, মিন্টু গাজী, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন সরদার এবং মোস্তাফিজুর রহমান মন্টু।

পুলিশের বিশেষ শাখা- এসবির উপ-পরিদর্শক আব্দুল মজিদকে মারধরের অভিযোগে রামপুরা এলাকা থেকে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

ওই ঘটনায় উক্ত  উপ-পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া শওকত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সম্পর্কিত আরও খবর