কণ্ঠশিল্পী মিলা ও তার বাবাকে আদালতের সমন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 22:28:39

পূর্ব বিয়ের তথ্য গোপন করে প্রতারণার মামলায় কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সমনে আগামী ১১ মার্চ তাদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জসিম এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন আল কাইয়ুম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

গত বছরের ৩ সেপ্টেম্বর মিলার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারী তাদের বিরুদ্ধে এ মামলা করেন। ওইদিন আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পল্লবী থানাকে নির্দেশ দিয়েছিলেন।

মামলায় বাদী অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী মিলা ২০০২ সালের ৩১ জুলাই লে. কর্নেল (অব.) একেএম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিবাহ করেছিলেন। পরবর্তীতে তা ডিভোর্স হয়ে গেলে মিলা এবং তার বাবা শহিদুল ইসলাম তা গোপন করে মেয়েকে কুমারী পরিচয়ে বাদীর সঙ্গে বিবাহ দিয়ে প্রতারণা করেন। এছাড়া প্রথম বিয়েতে জন্ম তারিখ ১৯৮৪ সালে ২৬ মার্চ উল্লেখ করলেও বাদীর সঙ্গে বিয়েতে প্রতারণাপূর্বক ১৯৮৫ সালের ২৬ মার্চ উল্লেখ করেন।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১২ মে তারা বিয়ে করেন।

এ সম্পর্কিত আরও খবর