মিরপুরে দিপু হত্যায় ৯ আসামির যাবজ্জীবন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:44:51

রাজধানীর মিরপুরের মাজার রোডে ২৪ বছর আগে দেওয়ান কামাল পাশা ওরফে দিপু হত্যা মামলায় ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নাছিম, আব্দুল মালেক ওরফে কানা মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ওরফে সেন্টু, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও মো. সেলিম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় প্রদান করেন।

রায় উপলক্ষে কারাগারে আটক একমাত্র আসামি নাছিমকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

পলাতক আসামিদের ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল।

১৯৯৬ সালের ১৩ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুরস্থ ২য় কলোনি মাজার রোডের ভিকটিম বন্ধু আলী হোসেন ও শুভর সঙ্গে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতেছিল। এসময় রাত সাড়ে ৮টার দিকে একটি বেবিটেক্সিতে ৩ জন অজ্ঞাত যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে দিপুর বুকের নিচে বাম পাশে আঘাত করে।

পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের পিতা দেওয়ান আব্দুর রহমান মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৩ সালের ২ অক্টোবর সিআইডির ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন পাইক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার আগে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

এ সম্পর্কিত আরও খবর