হুইপের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:27:37

ফেসবুকে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের মাধ্যমে মানহানির অভিযোগে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মামলায় পুলিশ পরিদর্শক (বরখাস্ত) মাহমুদ সাইফুলের জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয়ের অভিযোগ করে স্ট্যাটাস দেয়ায় মাহমুদ সাইফুল করিমের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর