খুনসহ ডাকাতি মামলায় ৮ আসামির ১০ বছর করে কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:58:04

 

রাজধানীর যাত্রাবাড়িতে ডাকাতি করতে গিয়ে সাবেকুন্নাহার খুনের মামলায় ৮ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- সাজেদুল ইসলাম সজল, সোহাগ শরীফ, সাকিব হাসান সিজার, মেরাজুল শেখ ওরফে মিজান, আনোয়ার হোসেন ওরফে হৃদয়, শাহ ইমাম হোসেন রনি, মাসুদ শাহ এবং সাগর হাওলাদার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

১০ বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

আসামি সাজেদুল ইসলাম সজলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামিরা পলাতক আছেন।

২০১৫ সালের ২১ মে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর এক বাসায় আসামি সজল ও মাসুদ বিদ্যুতের সমস্যা সুযোগ নিয়ে তহুরা খাতুনের বাসায় কলিং বেল দিলে তার মেয়ে সাবেকুন্নাহার দরজা খুলে দেয়। সজল ও মাসুদসহ অন্যান্যরা বাড়িতে ঢুকে পড়ে। আসামিরা তহুরা বেগমের হাত ও পা দড়ি দিয়ে বেঁধে এবং মাথাসহ মুখ টেপ দিয়ে পেচিয়ে রাখে। সাবেকুন্নাহার চিৎকার দিলে আসামিদের একজন চাপাতির উল্টো পাশ দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর পাশের রুমে নিয়ে দড়ি, টেপ, টাই ও ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা ও ভিকটিম তহুরা বেগম যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২৯ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর