আদালতে সালমান শাহ’র মৃত্যুরহস্যের প্রতিবেদন দাখিল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:50:40

চব্বিশ বছর আগে প্রয়াত তৎকালীন জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ’র মৃত্যু রহস্য’র চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পিবিআই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আদালতে দাখিল করা প্রতিবেদনে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে পিবিআই'র প্রধান বনজ কুমার মজুমদার জানান, পারিবারিক কারণে মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছিলেন সালমান।

সালমানের মৃত্যুর পর রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি।

তার মৃত্যুর পর একে একে থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, র‍্যাব মামলাটির তদন্ত করে। মাঝখানে বিচার বিভাগীয় তদন্ত চলেছে ১২ বছর। প্রতিবারই সালমান শাহ’র মৃত্যুকে আত্মহত্যা মর্মে প্রতিবেদন দেওয়া হয়েছে। আর প্রতিবারই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন সালমানের বাবা অথবা মা।

এ সম্পর্কিত আরও খবর