ডেমরায় দুই শিশু হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 02:21:38

রাজধানীর ডেমরায় ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তারকে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গোলাম মোস্তফা ও আজিজুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি ডেমরার কোনাপাড়ার একটি বাসায় খাটের নিচ থেকে শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ৯ জানুয়ারি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বলা হয়, সাজিয়ে দেওয়ার কথা বলে নুসরাত জাহান ও ফারিয়া আক্তারকে তাদের ঘরে ডেকে নেন প্রতিবেশী গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল । তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন, পরে শিশুদের চিৎকারের শব্দ চাপা দিতে আসামিরা সাউন্ডবক্সে জোরে গান ছেড়ে দেন। ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করেন দুই আসামি। 

এ সম্পর্কিত আরও খবর