জুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ স্থগিত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 11:26:05

মহানগর এলাকায় জুয়া খেলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশনার রায় বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম ঢাকা ক্লাবের পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করেন। জুয়া খেলার পক্ষের মামলায় আইনজীবী হওয়ায় ব্যারিস্টার আমীর-উল ইসলামকে সর্বোচ্চ আদালত বলেন, আপনি এ দেশের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। অথচ আজকে আপনিই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন। এটা দুঃখজনক।

ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আরও পড়ুন: সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ হাইকোর্টের

এ সম্পর্কিত আরও খবর