শিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:23:38

রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রামে ধর্ষণের পর শিশু সামিয়া আফরিন সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৯ মার্চ) ঢাকার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

গত ২ জানুয়ারি মামলার একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল। গত বছরের ৭ জুলাই হারুনকে গ্রেফতার করে পুলিশ। ৬ জুলাই সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় এ মামলা করেন।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনগ্রামের একটি নবনির্মিত ভবনের নয়তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মার মর দেহ পাওয়া যায়। ওই ভবনেরই ছয়তলায় পরিবারের সঙ্গে থাকতো সায়মা। সে ওয়ারী সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়তো।

এ সম্পর্কিত আরও খবর