শ্রম আইনের মামলায় ড. ইউনূসকে জরিমানা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 04:27:13

শ্রম আইন না মানার মামলায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জরিমানা করা হয়েছে।

মামলার অপর বিবাদিরা হলেন- গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আব্দুল হাই খান ও উপ মহাব্যবস্থাপক গৌরি শংকর।

গত ২০ ফেব্রুয়ারি তারা ঢাকার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালতে এসে একই ভুল পুনরায় করবেন না উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন।

আদালত সূত্র জানায়, আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে জরিমানা করেন।

গত বছরের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনস পরিদর্শনে যান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানটিতে ১০টি নিয়ম লঙ্ঘনের বিষয়টি দেখতে পান।

এ অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি তিনি গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইনে মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ৩০ এপ্রিল মামলার বাদি গ্রামীণ কমিউনিকেশনসের পরিদর্শনে গিয়ে নিয়ম লঙ্ঘনের বিষয়টি দেখতে পেয়ে তাদের ক্রটি সংশোধনের নোটিশ দেন। কিন্তু তারা সন্তোষজনক কোন জবাব দেননি।

এ সম্পর্কিত আরও খবর