সুদবিহীন ঋণ পাচ্ছেন ঢাকা বারের আইনজীবীরা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:11:08

প্রাণঘাতী করোনাভাইরাসে বেকার হয়ে অর্থকষ্টে পড়া আইনজীবীদের এক বছর মেয়াদে বিনা সুদে ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি।

বারে অন্তর্ভুক্তির সময় বিবেচনা করে আইনজীবীদের সর্বোচ্চ ৩০ হাজার ও সর্বনিম্ন ১০ হাজার টাকা ঋণ দেবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৩ মে ঢাকা বারের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী খান হাসান ঋণ নিতে ইচ্ছুক আইনজীবীদের অনলাইনে দরখাস্তের আহ্বান জানান। ২০ এপ্রিল ছিল আবেদনের শেষ দিন।

বারের সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান হিমেল জানান, ২০ তারিখ রাত ১২টা পর্যন্ত ৭ হাজর ৫১১টি আবেদন জমা পড়ে। তবে অনেক আইনজীবী অনলাইনে এবং সরাসরি দুইভাবেই আবেদন করায় শেষ পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার আবেদন ঋণের জন্য বিবেচিত হয়।

বারের সভাপতি ইকবাল হোসেন বার্তা২৪.কমকে জানান, চার ক্যাটাগরিতে ঋণ দেওয়া হবে। ২৫ বছরের বেশি প্র্যাকটিস করা আইনজীবীদের ৩০ হাজার, প্র্যাকটিসে ৫ থেকে ২৫ বছর বয়সী আইনজীবীদের ২৫ হাজার ও ৫ বছরের নিচে যাদের প্র্যাকটিসের বয়স তাদের ২০ হাজার টাকা ঋণ দেয়া হবে। কিন্তু যাদের সমিতিতে বেনাভোলেন্ট ফান্ড নাই তাদেরও ১০ হাজার টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঋণগ্রহীতারা ১ বছরের মধ্যে যে কোন সময় এককালীন কিংবা কিস্তিতে এ টাকা পরিশোধ করতে পারবেন।

করোনার এ দুঃসময়ে আইনজীবীদের জন্য কিছু করার দাবি জোরালো হচ্ছিল। এমন প্রেক্ষিতে নিয়ম না থাকা সত্ত্বেও ঋণ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

এছাড়া করোনাকালে আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষায় দুটি মেডিকেল হেল্পলাইনও চালু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর