ভার্চুয়াল আদালতে আরও ১৮২১ আসামির জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 04:11:58

দেশের অধস্তন আদালতে আজ (বৃহস্পতিবার) ২ হাজার ৪৩৪ ভার্চুয়াল শুনানিতে ১ হাজার ৮২১ আসামির জামিন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের নিম্ন আদালত সমূহে ২ হাজার ৪৩৪ ভার্চুয়াল জামিন শুনানিতে ১ হাজার ৮২১ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ১৪৪ ও বুধবার ১ হাজার ১৩ জন।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে দিনদিন সরকারি ছুটি বৃদ্ধি পাওয়ায় কারাগারে আটক আসামিদের জামিন শুনানিতে অচলাবস্থা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দেশের নিম্ন আদালত সমূহে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালতে জামিন শুনানির যুগান্তকারী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ভার্চুয়াল আদালতে শুনানি কোনো দীর্ঘস্থায়ী পদ্ধতি নয়। বর্তমান পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটি সময়ে এ ভার্চুয়াল কোর্টে শুনানি করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর