ময়ূর-২ লঞ্চের মালিক রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 17:43:26

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর- ২ এর মালিক মোসাদ্দেক সোয়াদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আসামিকে ঢাকার সিজেএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামির পক্ষের আইনজীবী ঢাকা বারের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসানসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছিলেন। রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেছিলেন।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় গত ২৯ জুন নৌ-পুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

গত ২৯ জুন সকাল সাড়ে ৯টায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের অদূরে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর