প্রতারণার মামলায় ১৬ নাইজেরিয়ানসহ ১৮ জন কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 15:25:33

ফেসবুকের মাধ্যমে প্রতারণার মামলায় ১৬ নাইজেরিয়ানসহ ১৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, চিমেজি ওয়েরনা, এজিনা চুকোজেকো, চিমাওবি আত্তা গ্যাবরিয়েল, কিনেচুকো স্ট্যানলি এমবিএ, ওকেকে কেলেস্টাইন আবুচি, উজুগবো সেমুয়েল একেনে, উফুচকু টচুক উ উচেন্না, অবুকা সানডে ইমানুয়েল, এন্ডুমারু চিনেদা, এনুগুও লাইক এন্থনি অক উদিরি, সিল্বুইফ এজেওনি ওবিনোয়ান্নে, ওগুচুকু ডারর্লিংটন চিকেলু, কেনেচুকু চার্লস অনওয়াচু, ওজোর এমজিবো হেনরি ইজাইক, চিবুজোর এনওয়ানেতি ভিক্টর, আনোরুকা গিনিকা ফ্রান্সিস ও দুই বাংলাদেশি ইমরান হোসেন ও হারুন অর রশিদ।

পরস্পর যোগসাজশে ফেসবুকের মাধ্যমে উপহার দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকা, ২৩টি মোবাইল ফোন, ১৫টি পাসপোর্ট এবং বিপুল পরিমাণ টিশার্ট ও জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর