বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ মর্নিং বার্ড লঞ্চ ডুবির মামলায় এমভি ময়ূর- ২ এর সহকারী মাস্টার জাকির হোসেনসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি হলেন লঞ্চের গ্রিজার হৃদয়।
তিনদিনের রিমান্ড শেষে রোববার (২৬ জুলাই) তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিদের করা জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।
মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় গত ২৯ জুন নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছিলেন।
গত ২৯ জুন সকাল সাড়ে ৯টায় ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের অদূরে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।